লড়াইয়ের মাঠে দেখা হবে ’ ,আমরা দাদার অনুগামী।এমন উদ্ধৃতি লেখা শুভেন্দু অধিকারীর ছবি সহ ফ্লেক্সে এবার ছয়লাপ হল পূর্ব বর্ধমানের জামালপুর।
এখানকার ব্লক তৃণমূল অফিস লাগোয়া বাসস্ট্যান্ড ,বাজার ও হরেকৃষ্ণ কোঙার সেতুর আশেপাশে শুভেন্দু আধিকারীর ছবি দেওয়া একাধিক ফ্লেক্স লাগানো হয়েছে ।হরেকৃষ্ণ কোঙার সেতুতে ওঠার মুখে একেবারে খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্সের উপরে লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি ।
সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই তোলপাড় পড়ে গিয়েছে জামালপুর বিধানসভার তৃণমূল শিবিরে ।রবিবার রাতের অন্ধকারে কারা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স লাগালো সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।
https://www.facebook.com/230205334351193/videos/431554648009955
রাজ্য রাজনীতিতে এখন সব থেকে চর্চিত ব্যক্তি হলেন দাপুটে নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী ।তিনি তৃণমূলে থাকবেন নাকি তৃণমূল ছাড়বেন সেই দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল । তৃণমূলের অন্দরেও এই বিষয়টি নিয়ে জল্পনার অন্তনেই ।তৃণমূলের কোন কোন মন্ত্রী ও সাংসদ শুভেন্দু অধিকারীকে বাক্যবানে বিদ্ধ করছেন ।
আবার কেউ কেউ শুভেন্দু অধিকারীর প্রশংসাও করছেন । এতকিছুর মাঝেই শুধু ফ্লেক্স লাগিয়েই রাজ্য জুড়ে তৃণমূল নেতৃত্বকে বেজায় দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে দাদা অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীরা । রাজ্যের অন্যান জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকেও এখন শুভেন্দু অধিকারীর ছবি সহ ফ্লেক্সের ঘনঘটা বাড়ছে।