মেয়ের বাড়িতে আসার সময় ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক বৃদ্ধ।
ওই বৃদ্ধের নাম নাজিবুল শেখ। শিয়ালদা দক্ষিণ শাখার নেতড়া ও বসুলডাঙ্গা স্টেশনের মাঝামাঝি এই দুর্ঘটনা টি ঘটে। জানা যায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার পাটল এলাকার বাসিন্দা নাজিবুল ।
নির্দিষ্ট কাজে উস্তি হয়ে নেতড়া স্টেশনে আসে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। ট্রেন চলে যাওয়ায় ট্রেনের জন্য অপেক্ষা না করে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে শুরু করেন । পিছন থেকেএকটি ট্রেনর ধাক্কায় মুখ থুবড়ে পড়ে যান তিনি । মাথা এবং পায়ে চোট লাগে কেটে যায়।
স্থানীয় লোক ও আত্মীয়রা তাকে তুলে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান। ডায়মন্ডহারবার জি আর পি তার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ।