এক অবিশ্বাসকর ঘটনা,জাতীয় সঙ্গীত চলাকালীন ভারতীয় ক্রিকেটারের সাথে ঘটে গেলো যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়।
শুরু হয়ে গিয়েছে ভারত ও জিম্বাবোয়ের মধ্যে ওয়ানডে সিরিজ।যখন ভারতের জাতীয় সঙ্গীত বাজছিল, তখন সমস্ত খেলোয়াড়রা সেই গান গাইতে দেখা যায়। সেই সময়, একটা পোকা এসে পড়ে ইশান কিষানের মুখে। আরও একবার দলের অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে। দীর্ঘদিন পর দলে ফিরছেন তিনি। এদিকে, টস জিতে ফিল্ডিং নেমেছেন অধিনায়ক কেএল রাহুল।
এ দিন, পিচে কিছুটা আর্দ্রতা ছিল এবং বাতাসও বইছিল, তাই অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। টসের পর দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।সেই সময়ে যখন ভারতের জাতীয় সঙ্গীত শুরু হয়, তখন সব খেলোয়াড়ই সতর্ক অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। এরপর ইশান কিষাণের সাথে একটি ঘটনা ঘটে এবং তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যায়।ভারতের জাতীয় সঙ্গীত বাজছিল, তখন সমস্ত খেলোয়াড়রা সেই গান গাইতে দেখা যায়। সেই সময়, একটা পোকা এসে পড়ে ইশান কিষানের মুখে।
কিষাণকে হাত দিয়ে তা সরিয়ে দিতে হয়। যাই হোক, সেই পোকার অপসারণের সময়ও ইশান কিষাণ জাতীয় সঙ্গীত গাইতে থাকেন এবং এটি শেষ হওয়ার পরে তবেই তিনি তার জায়গা থেকে সরেন।যদিও কিছুক্ষণের মধ্যেই পোকাটা পালিয়ে যায়। সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানারকম মন্তব্য করতে থাকেন। অনেকেই ঈশান কিষাণকে ট্রোল করেন। আবার অনেকেই বলেন যে এমন পরিস্থিতিতে বাঁহাতি ভারতীয় ব্যাটারের আর কিছু করার ছিল না। তবে জিম্বাবোয়ে সফরে প্রথম ম্যাচ জয় বোধহয় ।