দীপাবলি মানে আলোর উৎসব সেই দীপাবলির আগে অন্ধকার নেমে এলো আলোর শহর চন্দননগরের আলোক শিল্পদের ।করোনা আবহে সমস্ত পুজোর শোভাযাত্রা বন্ধ ।
পৃথিবী বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে সেরকম জাকজমক থাকছে না এই বছর । আর কালী পুজোতে ও বায়না নেই আলোক শিল্পীদের।এক অলোক শিল্পী নাম বাবু পাল তিনি জানান এই বছর করোনা আবহে চন্দননগরের আলোক শিল্পীদের কাছে নেবে এসেছে অন্ধকার।
https://www.facebook.com/230205334351193/videos/358776235226367
হুগলীর চন্দননগরে এবছর বহু পুজো হচ্ছে সাদামাটা।করোনা আবহে সরকারি বিধি নিষেধ মেনেই পুজো করতে হবে সবাই কে। সব পুজোরই শোভাযাত্রা বন্ধ রাখা হয়েছে। আর এই শোভাযাত্রায় দেখা যায় শিল্পীদের নানা রকম আলোর কাজ।
এই আলো দেখতেই আসে নানা প্রান্ত থেকে মানুষ। কিন্তু সেই আলোর শিল্প চলছে মন্দা। চন্দননগরের অলোক শিল্প যেখানে পৃথিবী বিখ্যাত।সেখানে এখন এই শিল্পের ভবিষ্যৎ অন্ধকারে।