কলেজের অস্থায়ী কর্মীদের দাবি সারা রাজ্যে সব মিলিয়ে প্রায় সাড়ে আট হাজার অস্থায়ী কর্মী রয়েছে। অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে এই কর্মীরা প্রতিটি কলেজের প্রশাসনিক কাজ থেকে শুরু করে অফিসিয়াল কাজ করে আসছে। বিনিময়ে বছরের পর বছর ধরে মাসিক পাঁচ থেকে দশ হাজার টাকা বেতন মিলছে।
সম্প্রতি রাজ্যের শিক্ষা দফতর কলেজের অতিথি অধ্যাপকদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজের সুনিশ্চিতকরণ করলেও অস্থায়ী কর্মীদের বিষয়ে পদক্ষেপ করেনি।
আন্দোলনে কলেজের অস্থায়ী কর্মীরা ( বাঁকুড়া )
আন্দোলনে কলেজের অস্থায়ী কর্মীরা ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 18. September 2020
এই পরিস্থিতিতে অবিলম্বে কলেজের অস্থায়ী কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজের সুনিশ্চিতকরণ, বেতন কাঠামো পুনর্গঠন সহ বিভিন্ন দাবিতে এবার আন্দোলন শুরু করল অস্থায়ী কর্মীরা।
অবিলম্বে দাবিপূরন না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে আন্দোলনকারী কলেজের অস্থায়ী কর্মীরা।