রাজ্যে শেষ হয়েছে পঞ্চম দফার ভোট উৎসব।পরের দিনই মালদায় নির্বাচনী প্রচারে এসে ঝড় তুললেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জু ঘোষ।জনতার মন কাড়তে খ্যাতনামা অভিনেতা -অভিনেত্রীদের দ্বারা এলাকায় ভোট প্রচারে আনছেন প্রার্থীরা।
পিছিয়ে নেই ফুটবল প্রতীক নির্দল প্রার্থীও।রবিবার মালদার ৪৮-রতুয়া বিধানসভার নির্দল প্রার্থী পায়েল খাতুনের সমর্থনে এক বিশাল মেগা রোড-শো করেন বেদের মেয়ে জোৎস্না চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ।
নির্দল প্রার্থী পায়েলকে নিয়ে হুড খোলা গাড়ীতে চড়ে রোড শো-করেন অঞ্জু।অভিনেত্রী হাত নেড়িয়ে জনতার কাছে ভোট প্রার্থনা করেন পায়েলের সমর্থনে।এদিন প্রায় দশ কিলোমিটার রোড-শো অতিক্রমে হুড খোলা গাড়ীর পিছনে হাজারো নির্দল সমর্থক বাইক নিয়ে মিছিল করেন।
নির্দল হয়ে এত কর্মী-সমর্থক?উদ্বেগ ছড়িয়েছে বিরোধীদের মধ্যেও।তবে কে রাখবে রতুয়া কে নিজের দখলে,তা ফলাফলই বলবে।