ভোটের মুখে তৃণমূল নেতার উদ্যোগে ‘অন্নদাতা’ নামক আহার কেন্দ্র উদ্ধোধন হল মালদহের চাঁচলে।ক্ষুধার্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগকে বিজেপি সাধুবাদ জানালেও কটাক্ষ করতে ছাড়েননি।শুক্রবার দুপুরে মালদহের চাঁচল পিডব্লুডি অফিস সংলগ্নে ফিতে কেটে ওই আহার কেন্দ্রের উদ্ধোধন করেন চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শচীদানন্দ চক্রবর্তী।
জেলা পরিষদ সদস্য তথা মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলামের উদ্যোগে এই ‘অন্নদাতা’ আহার কেন্দ্র খোলা হয়েছে বলে খবর।দৈনন্দিন ওই কেন্দ্র থেকে বিভিন্ন এলাকায় ক্ষুধার্থ মানুষদের মধ্যে একবেলার আহার পৌঁছে দেওয়া হবে।
সামিল ইসলাম বলেন,তৃণমুল সরকারের আদর্শনীতি মানুষের পাশা থাকা।লকডাউন থেকে প্রত্যন্ত এলাকায় ত্রান পৌঁছে দিয়েছি ঘরে ঘরে।লকডাউন কাটলেও এখনো পর্যন্ত জনজীবন স্বাভাবিক নেই।তাই আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এই মানবিক সেবা অব্যাহত রাখব বলে তিনি দাবি করেছেন।
পাশাপাশি তিনি বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন,ওরা সন্ত্রাস চালায়,মানুষের পাশে দাড়ায় না।দিলীপ ঘোষের মুখে শুধু ডায়লগ।কাজের কাজ কিছু না।আমরা এই মানবিক উদ্যোগ নিয়েছে তাই কিছু স্থানীয় বিজেপি নেতা এর সমালোচনা করছে।ওরা পারেনা তাই,আমাদের কাজ দেখে ওদের গা জ্বালাতন করছে।
মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম তৃণমূলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।তবে তিনি আগাছোলা করতে ছাড়েনি।ভোটের মুখে হঠাৎই একটা আশ্চর্যের ব্যাপার।তাদের এই প্রয়াস ভোটের রাজনীতির জন্যেই।সাধারণ মানুষকে খাইয়ে ওরা ভোটব্যাঙ্ক তৈরী করছে।
তবে সাধারণ মানুষের চাল-ডাল জমিয়ে তাদেরকেই রান্না করিয়ে খাওয়ানো হচ্ছে বলে কটাক্ষ করেছেন বিজেপির দীপঙ্কর রাম।