Home খবর অনন্য প্রতিভা

অনন্য প্রতিভা

এবারে নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে মালদা জেলা জুড়ে নজির গড়লো অষ্টম শ্রেণীর এক ছাত্র।

মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকার বাসিন্দা নিলেন্দু দাস পেশায় মেডিসিন রিপ্রেজেন্টিভ, তার একমাত্র পুত্র অর্ঘ্যদীপ দাস শহরের অক্রূরমনি করোনেশন ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র। সে জানাই, ছোটবেলা থেকেই পার্শ্ববর্তী প্রতিমা তৈরীর কারখানায় গিয়ে দেখতেন যে কেমন করে প্রতিমা তৈরি হয়।

অনন্য প্রতিভা ( মালদা )

অনন্য প্রতিভা ( মালদা )

Gepostet von ACN Life News am Montag, 19. Oktober 2020

দেখতে দেখতে ক্লাস থ্রি থেকে সে প্রথম নিজে হাতে বাড়িতে মাটি দিয়ে বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেন। তারপর প্রতিবছর মাটি দিয়ে তৈরি করতেন ছোট্ট দুর্গা প্রতিমা। এবার খরের তৈরি নিজে হাতেই ছোট্ট প্রতিমা বাড়িতে তৈরি করে সে নিজেই পুজো করবেন এমন সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে প্রতিমাতে রংয়ের কাজ প্রায় শেষের দিকে।

তার এই প্রতিভাকে সমস্ত রকম ভাবেই সহযোগিতা করেন তার বাবা-মা। তার আশা সে বড় হয়ে শিল্পকলা নিয়েই পড়াশোনা করবেন।

অন্যদিকে 14 বছর বয়সী ক্লাস এইট এর ছাত্রর শিল্পী ভাবাপন্ন প্রতিভা দেখে আপ্লুত এলাকাবাসী।তারা জানান, এই করোনা আবহের মধ্যে এবার বাইরে পুজো দেখতে না বেরিয়ে পাড়ার সেই ছোট্ট শিশুর তৈরি প্রতিমার এখানে সকলে মিলে আনন্দ করবেন।

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments