বীরভূম, ১৬ জুলাই : বিজেপিতে গুরুত্ব বাড়ল দুবরাজপুরের বিধায়কের । যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি হলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা । এদিন তাঁকে পশ্চিম বর্ধমানের আসানসোল এবং জামুড়িয়া থেকে বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা এসে ফুল ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন ।
বীরভূম জেলার ১১ টি বিধানসভা আসনের মধ্যে মাত্র ১ টি আসন বিজেপির ঝুলিতে রয়েছে । সেটা হল দুবরাজপুর বিধানসভা । তাই বীরভূম জেলার একমাত্র বিজেপির দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহাকে বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি পদে মনোনীত করা হল । এর আগে তিনি বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক পদে আসীন ছিলেন । এই পদ পেয়ে স্বভাবতই খুশী বিধায়ক অনুপ সাহা ।
তিনি বলেন, “আমাকে সর্বভারতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে । এরজন্য মোদিজি ও জে পি নাড্ডাজিকে ধন্যবাদ জানাচ্ছি । পাশাপাশি সমস্ত কার্যকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানায় । আমার দায়িত্ব আরও বেড়ে গেল । আগামী দিনে যুবদের নিয়ে এগিয়ে যেতে চাই ।”