Home অনুষ্কা শর্মা উত্তর দিলেন অনুষ্কাও ,শতরানের পর মাঠে দাঁড়িয়ে স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট

উত্তর দিলেন অনুষ্কাও ,শতরানের পর মাঠে দাঁড়িয়ে স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট

দুবাইয়ের মাঠে ৬১ বলে ১২২ রান করেন বিরাট। ওপেন করতে নেমে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর শতরানের দাপটে ২১২ রান তোলে ভারত। আফগানিস্তানকে ১০১ রানে হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় তারা। যদিও এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে ভারত। ম্যাচ শেষে বিরাটের শতরানের ছবি পোস্ট করেন অনুষ্কা। সেই সঙ্গে তিনি লেখেন, ‘তোমার সঙ্গে সব সময়, সব কিছুর মধ্যে তোমার পাশে থাকব।’

এশিয়া কাপে বিরাট কোহলী দু’টি অর্ধশতরান করেছিলেন, বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে শতরানও করে ফেললেন। আড়াই বছর অপেক্ষার পর শতরান। মাঠেই তাঁর মুখে স্বস্তির হাসি দেখা গেল। তিনি ধন্যবাদ জানিয়েছেন, তাঁর স্ত্রী অনুষ্কা এবং মেয়ে ভামিকাকে। উত্তর দিলেন বলিউড অভিনেত্রী।

শতরানের পর অনুষ্কার পাশে থাকার কথাই বলেন বিরাট। ইনিংসের মাঝে ৭১টি আন্তর্জাতিক শতরানের মালিক বলেন, “অনেক কিছু চলছিল। দলে ফেরার সময় প্রত্যেকে স্বাগত জানিয়েছিল এবং আমি যে ভাবে খেলতে চাই, সে ভাবেই খেলতে বলেছিল। বাইরে থেকে অনেকে অনেক কথাই বলছিল। আমরা পাত্তা দিইনি। শতরানের পর আংটিতে চুমু খেলাম। কারণ, আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান এক জন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী অনুষ্কা শর্মা। এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।”

তিনি রয়েছেন ইংল্যান্ডে। কিন্তু খোঁজ রেখেছিলেন স্বামীর খেলার। ম্যাচ শেষ হতেই তাই চলে এল তাঁর বার্তা। বিরাট রান না পাওয়ার সময় বার বার আক্রমণ করা হয়েছে অনুষ্কাকে। বাদ দেওয়া হয়নি তাঁর মেয়েকেও। বিরাটের রান না পাওয়ার জন্য তাঁর স্ত্রী, মেয়েকে আক্রমণ করার প্রতিবাদও করেছেন অনেকে। কিন্তু কুরুচিকর মন্তব্য থেমে থাকেনি। সেই সব কিছুর উত্তর বৃহস্পতিবার মাঠেই দিলেন বিরাট।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments