নিজাম প্যালেস থেকে আসানসোল সিবিআই আদালতে হাজির করা হয় অনুব্রত মন্ডল কে ।কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে পূর্ব বর্ধমানের শক্তিগড় এর একটি ধাবাতে প্রাতঃরাশ সারেন সিবিআই আধিকারিক সহ অনুব্রত মন্ডল ।
এদিন ২ নম্বর জাতীয় সড়কের ধারে ধাবাতে দাঁড়াতেই প্রচুর সাধারণ মানুষ ভিড় করেন দেখার জন্য । কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে নামানো হয় অনুব্রত মন্ডলকে । প্রাতঃরাশ করেই তারা রওনা দেন আসানসোলের উদ্দেশ্যে ।
প্রায় আধঘন্টা সময় তারা ছিলেন ২ নম্বর জাতীয় সড়কের ধারের ধাবাতে। ডালপুরি ও পরে লিকার চা দিয়ে প্রাতঃরাশ সারেন অনুব্রত মন্ডল ।সুগারের যেহেতু সমস্যা রয়েছে তাই মিষ্টি কিছুই খাননি বলে জানা গেছে ।