বঙ্গোপসাগরের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, তার জেরে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালে জোয়ারে গঙ্গাসাগরে বাঁধ ভেঙ্গে প্লাবিত বঙ্কিমনগর এলাকা। ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে কাঁচা মাটি।পূর্ণিমার ভরা কোটালের সাগরের বঙ্কিমনগর ১ নম্বর কলোনি নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা।
প্রায় ১৫০ মিটারের মতো মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে যায় । নোনা জলে প্লাবিত বিঘার পর বিঘার চাষের জমি। দিশাহারা ঐ এলাকার পরিবার গুলি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে বান ভাসি মানুষ দের জন্য । গত কোটালে এই বাঁধ ভেঙে এলাকায় জল ঢোকে।
যদিও প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলেও পূর্ণিমার ভরা কোটালে জোয়ারে জলে নতুন করে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, যে সমস্ত এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকায় দ্রুত গতিতে নদী বাঁধ মেরামতির কাজ চলছে। পাশাপাশি এলাকার বানবাসী মানুষদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ শিবির।