ফের বড় সরো সাফল্য পেলো হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বাংলা বিহার সীমান্ত থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্রসহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার গোবরা ঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই দুই দুষ্কৃতী নাম, সাদ্দাম হোসেন (২৫) ও মইদুল হক (২২) এদের দুজনেরই বাড়ি মানিকচক থানার ধরমপুর এলাকায়। এদিন ভিতরের পুলিশি হেফাজতে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ আরও জানান যে, শুক্রবার গভীররাতে হরিশ্চন্দ্রপুর থানা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার ঘোড়াঘাটে দুই ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান এবং দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালায় ।তল্লাশিতে তাদের কাছ থেকে দুটি পাইপগান দুটি রাইফেল ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এর পরই পুলিশ ওই দুই দিন তোকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে।
এদিন তাদের পুলিসি হেফাজত চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। কবে কি উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।