Home আজকের খবর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

ফের বড় সরো সাফল্য পেলো হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বাংলা বিহার সীমান্ত থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্রসহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার গোবরা ঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই দুই দুষ্কৃতী নাম, সাদ্দাম হোসেন (২৫) ও মইদুল হক (২২) এদের দুজনেরই বাড়ি মানিকচক থানার ধরমপুর এলাকায়। এদিন ভিতরের পুলিশি হেফাজতে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ আরও জানান যে, শুক্রবার গভীররাতে হরিশ্চন্দ্রপুর থানা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার ঘোড়াঘাটে দুই ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান এবং দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালায় ।তল্লাশিতে তাদের কাছ থেকে দুটি পাইপগান দুটি রাইফেল ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এর পরই পুলিশ ওই দুই দিন তোকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে।

এদিন তাদের পুলিসি হেফাজত চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। কবে কি উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments