গত ২০/১০ তারিখ মঙ্গলবার মহেশতলা থানার অন্তর্গত বাগমারি মোড়ের একটি স্বল্প ঋণ দেওয়ার সংস্থায় ঢুকে ৬ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ৮০ হাজার টাকা লুট করে বাইকে চেপে পালিয়ে যায়। দুটি মোটর বাইকে মোট ৬ জন দুষ্কৃতী ছিল।
সংস্থার অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলের রাস্তার আশেপাশে লাগানো সমস্ত সিসিটিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করেও দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সন্ধান করতে গিয়ে সুমিত দত্ত নামে বজবজে থাকা গাড়ির মালিকের সন্ধান পাওয়া যায়।
https://www.facebook.com/230205334351193/videos/3416047681844634
তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় সেইদিন ওই গাড়িটি কে ব্যবহার করেছিল। সেই সূত্র ধরেই মহেশতলা থানার পুলিশ তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয় জনের মধ্যে চার জোনকে গ্রেপ্তার করলেও বাকি আরো ২ জোন উত্তর প্রদেশ পালিয়েছে বোলে ধৃতরা জানিয়েছে।
যদিও গাড়ির মালিক কে ঘটনায় যুক্ত না থাকার জন্য প্রথমে আটক করলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে ছিনতাই হওয়া ৮০ হাজার টাকার মধ্যে এখনো পর্যন্ত ১৭ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে। মহেশতলা থানার পুলিশ আজ আলিপুর কোর্টে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।