এসিএন লাইফ নিউজ, ৩১ অক্টোবর : অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোট ২৯ নভেম্বর । জানাল নির্বাচন কমিশন । গণনা সে দিনই বিকেলেই ।
পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল ও মহারাষ্ট্রের একটি করে আসনে ভোট রয়েছে ২৯ নভেম্বর ।
৯ তারিখে নির্দেশিকা জারি হবে । তার পরে শুরু হবে মনোনয়ন পর্ব । ১৬ নভেম্বর শেষ হবে মনোনয়ন । ১৭ নভেম্বর হবে স্ক্রুটিনি । মনোনয়ন প্রত্যাহারের দিন ২২ নভেম্বর । রাজ্যসভা ভোটের যাবতীয় কাজকর্ম শেষ করতে হবে ১ ডিসেম্বরের মধ্যে ।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার বালুরঘাট লোকসভা থেকে সাংসদ হয়েছিলেন নাট্যকার অর্পিতা ঘোষ । উনিশের লোকসভা ভোটে বালুরঘাটে বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন তিনি । ২০২০ সালে তাঁকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু চলতি বছর ১৫ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা । সেই আসনেরই ভোট আগামী ২৯ নভেম্বর ।
ছবি সৌজন্য : ফেসবুক