Home actress জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা, আদালতে আত্মসমর্পণ সঙ্গীতশিল্পী স্বপ্না চৌধুরির।

জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা, আদালতে আত্মসমর্পণ সঙ্গীতশিল্পী স্বপ্না চৌধুরির।

 

চলতি বছরে গত ২২ অগস্ট আদালতে হাজিরা না দেওয়ায় স্বপ্নার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। সূত্রের খবর, সোমবার সেই পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে আদালত।এই মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর। ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ১৩ অক্টোবর।

ওই দিন একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বপ্নার। কিন্তু সেখানে তিনি যাননি। দর্শকদের টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
স্বপ্নাকে ঘিরে এমন অভিযোগ অবশ্য প্রথম নয়। প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ আগেও উঠেছিল হরিয়ানার এই সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে স্বপ্নার বিরুদ্ধে একই অভিযোগ দায়ের হয়েছিল দিল্লি পুলিশের আর্থিক দমন শাখায়। স্বপ্না, তাঁর মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছিল একটি সেলেব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা।টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্ ১১’-তে প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল স্বপ্নাকে। ‘বীরে কি ওয়েডিং’, ‘নানু কি জানু’র মতো আঞ্চলিক ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments