অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকায়। অভিযুক্ত ব্যবসায়িক এর নাম দিলীপ মন্ডল বাড়ি মানিকচক বাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রের খবর মালদা মানিকচক থানার পুলিশ আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে দিলীপ মন্ডল এর মুদির দোকানে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ১৮১ বোতল দেশী মদ।
অভিযোগ বহুদিন ধরে অবৈধভাবে দোকানে মদ বিক্রি করছিল অভিযুক্ত দিলীপ মণ্ডল।পুলিশ গ্রেফতার করে মানিকচক থানায় নিয়ে আসে।
ধৃত কে পুলিশ মালদা জেলা আদালতে পশে করবে ।