দীর্ঘ আট মাস বেতন না পেয়ে চরম অর্থ সঙ্কটের জেরে আত্মহত্যা করলো মোবাইল টাওয়ার এ কর্মরত এক নিরাপত্তা রক্ষী l মৃত নিরাপত্তা রক্ষির নাম ইসলাম আনসারী 23l বাড়ি পুরুলিয়া রঘুনাথপুর থানার গোপীনাথ পুরেl মঙ্গলবার রাতে ঘটনা টি ঘটেছে পুরুলিয়া রঘুনাথপুর থানার বাবু গ্রাম পঞ্চায়েত এর রাঙামাটি গ্রামে একটি মোবাইল টাওয়ারে l
জানা গিয়েছে করোনা ও লোকডাউনে জেরে দীর্ঘ দিন ধরে চরম আর্থিক সঙ্কটে ছিলেন নিরাপত্তা রক্ষী ইসলাম আনসারী l এর মধ্যে একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার এ একটি সংস্থা অন্দরে নিরাপত্তা রক্ষী পদে কর্মরত ছিলেন l অভিযোগ সেই বেসরকারি সংস্থা গত আট মাস ধরে বেতন দিছিলো নাl এর ফলে পরিবারে চরম অর্থ সঙ্কটে দিন কাটে তাঁরl
https://www.facebook.com/230205334351193/videos/812711529487080
গত মঙ্গলবার রাতে অর্থের জন্য বন্ধু সাদ্দম আনসারী কে পাঁচ হাজার টাকা ধার চেয়ে ফোন করেl বন্ধু সাদ্দাম পাঁচ হাজারের যায়গায় দুই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় l এর পরেই বন্ধু কে জানায় সে পুরটাকা না পেলে আত্মহত্যা করবে l সাদ্দাম মহুর্তে মধ্যে ইসলাম এর কর্মস্থলে পৌছালে ততক্ষন গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলতে দেখে সাদ্দাম l
ঘটনা খবর পেয়ে পুলিশ ইসলামের কে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেসিলিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইসলাম আনসারী কে মৃত ঘোষণা করে l এর পরেই দেহ ময়না তদন্ত জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় l ইসলাম এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলো l তাঁর মৃত্যু পর বেসরকারি সংস্থা বিরুদ্ধে সরব হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব l