Home অফবিট নিজের হাতে মাদক পোড়ালেন অসমের মুখ্যমন্ত্রী

নিজের হাতে মাদক পোড়ালেন অসমের মুখ্যমন্ত্রী

এসিএন লাইভ নিউজ ডেক্স, ১৯ জুলাই : মাদকের বিরুদ্ধে লড়াই করতে এবার রাস্তায় নামলেন অসমের মুখ্যমন্ত্রী । ১৬৩ কোটি টাকার বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ মাদক পুড়িয়ে নষ্ট করলেন হিমন্ত বিশ্বশর্মা ।

 

 

 

 

 

 

 

অসমের মুখ্যমন্ত্রী বলেন, মাদক চোরাইয়ের উৎপাদন বন্ধ করা ও সাপ্লাই ছিন্ন করা তাঁর কতর্ব্য । বেআইনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতেই তা পোড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

 

 

 

 

 

এক অনুষ্ঠানে তিনি বলেন, অসম থেকেই ভারতে মাদক পাচার হয় । মাদক পাচারকারীদের জানাতে চাই, মুখ্যমন্ত্রী হিসেবে আমার এই ধরণের অপরাধের বিরুদ্ধে আইন মেনে শাস্তির দেওয়ার জন্য পুলিশদের অনুমতি দেওয়ার অধিকার রয়েছে ।

 

 

 

 

 

মাদক চালানকারী, ডিলারদের কঠোর হাতে মোকাবিলায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে সমাজ থেকে নেশার শিকড় উপড়ে ফেলতে বলেছেন বলে জানান হিমন্ত বিশ্বশর্মা ।

 

 

 

Most Popular

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

প্রসেনজিৎ-এর গোপন তথ্য ফাঁস করে এ কী বললেন রচনা।

কেরিয়ারের শুরু হয় ওড়িয়া সিনেমা জগৎ থেকে। আর এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুন তার জনপ্রিয়তাও কম নয়। আর সম্প্রতি রচনার কিছু গোপন কাহিনী প্রকাশ্যে এসেছে।প্রসেনজিৎ...

নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি, সুমন কাঞ্জিলালের দলত্যাগ করাতে!

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,'কোন জনপ্রতিনিধি দল ছেড়ে চলে গেলে সাময়িক ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতি চিরস্থায়ী হয় না। সংগঠনে কোনও প্রভাব পড়বে...

সেলিম খান , বচ্চনের কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিলেন, তা সত্বেও দু’জনের সম্পর্কে চিড় ,কেনো?

অমিতাভ বচ্চন সম্পর্কেই এক চমকপ্রদ মন্তব্য করে বসলেন সলমন খানের বাবা সেলিম। জঞ্জির’ ছবির হাত ধরে চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতার বলিউডে ‘অ্যাংরি...

Recent Comments