এসিএন লাইভ নিউজ ডেক্স, ১৯ জুলাই : মাদকের বিরুদ্ধে লড়াই করতে এবার রাস্তায় নামলেন অসমের মুখ্যমন্ত্রী । ১৬৩ কোটি টাকার বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ মাদক পুড়িয়ে নষ্ট করলেন হিমন্ত বিশ্বশর্মা ।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, মাদক চোরাইয়ের উৎপাদন বন্ধ করা ও সাপ্লাই ছিন্ন করা তাঁর কতর্ব্য । বেআইনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতেই তা পোড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
এক অনুষ্ঠানে তিনি বলেন, অসম থেকেই ভারতে মাদক পাচার হয় । মাদক পাচারকারীদের জানাতে চাই, মুখ্যমন্ত্রী হিসেবে আমার এই ধরণের অপরাধের বিরুদ্ধে আইন মেনে শাস্তির দেওয়ার জন্য পুলিশদের অনুমতি দেওয়ার অধিকার রয়েছে ।
মাদক চালানকারী, ডিলারদের কঠোর হাতে মোকাবিলায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে সমাজ থেকে নেশার শিকড় উপড়ে ফেলতে বলেছেন বলে জানান হিমন্ত বিশ্বশর্মা ।