কলেজে ভর্তি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে সিপি নেতার ওপর হামলার অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। পাল্টা সিপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ টিএমসিপির।গ্রাম্য বিবাদের জেরে ঘটনা দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।
ঘটনা ঘিরে চাঞ্চল্য চাচোল এর বীরোস্থল এলাকায়। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে চাচল থানার পুলিশ।
গতকাল রাতে চাচোল এর টিএমসিপি নেতা বাবু সরকার দলবল নিয়ে ছাত্র পরিষদ নেতা দিল্লু কাজির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় দিল্লু কাজী নামে ওই ছাত্র পরিষদ নেতা কে। গুরুতর জখম অবস্থায় ছাত্র পরিষদের চাচল হাসপাতালে চিকিৎসাধীন।
https://www.facebook.com/230205334351193/videos/666655324017239
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে টিএমসিপি নেতা বাবু সরকারের অভিযোগ দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় ছাত্র পরিষদ কর্মীরা। বাঁশ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি গ্রাম্য বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ।