মানিকচক থানার পুলিশ আধিকারিকের সাথে দেখা করে কিশোরী যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে সঠিক তদন্ত করে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুললেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মানিকচক ব্লক কমিটির সদস্যারা।এদিন ওসি গৌতম চৌধুরী সাথে দেখা করেন মহিলা সমিতির সদস্যারা।
অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবী ( মালদা )
অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবী ( মালদা )
Gepostet von ACN Life News am Dienstag, 22. September 2020
নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্যা রত্না ভট্টাচার্য সহ অন্যান্যরা। দিন কয়েক আগে নুরপুরে এক কিশোরীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠে। থানায় অভিযোগের পরও এখনও অধরা অভিযুক্ত। ঘটনা উপযুক্ত শাস্তির দাবি তুলে দিন পুলিশের দ্বারস্থ হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যারা।