Home আজকের খবর অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবীতে বিজেপির থানা ঘেরাও

অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবীতে বিজেপির থানা ঘেরাও

অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবিতে চাচোল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার জেলা মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখার্জি ও উত্তর মালদার বিজেপির সংসদের নেতৃত্বে চলে থানা ঘেরাও কর্মসূচি।

উল্লেখ্য, গত 9 আগস্ট প্রেমে প্রতারণা সবাই অবসাদে একাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চাঁচলের ঘোষপাড়া এলাকায়। আত্মঘাতী ছাত্রীর হাত থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। তাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে তার মৃত্যুর জন্য সে বিশ্বজিৎ ঘোষ নামে এক প্রেমিককে সে দায় করেছে।

এই মর্মে ঘটনার একদিন পর অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ ঘোষের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকজনেরা।

অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবীতে বিজেপির থানা ঘেরাও ( মালদা )

অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবীতে বিজেপির থানা ঘেরাও ( মালদা )

Gepostet von ACN Life News am Freitag, 28. August 2020

ঘটনার 19 দিন কেটে গেলেও এখনো অভিযুক্ত কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই এই প্রতিবাদে পরিবারের লোকজনের এই দিন জেলা বিজেপির দ্বারস্থ হন। এই দিন জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষের গ্রেপ্তারের দাবিতে এদিন তারা চাচোল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিজেপি মহিলা মোর্চার সুতপা মুখার্জি উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ চাঁচলও জেলা বিজেপি নেতৃত্ব।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments