কৃষি আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে আইন অমান্য আন্দোলন করলো বামফ্রন্ট ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। আজ দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে সংগঠনের কর্মী সমর্থকরা জেলা প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকে।
বিক্ষোভকারীদের রুখতে মালদা শহরের ফোয়ারা মোড়ে তিনটি ব্যারিকেড দেওয়া হয়। বিক্ষোভকারীরা দুটি ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকে।
https://www.facebook.com/230205334351193/videos/401647944396727
তৃতীয় ব্যারিকেডে কাছে বিশাল পুলিশবাহিনী বিক্ষোভকারীদের বাধা দেয়।
দীর্ঘক্ষন ধস্তাধস্তির পরে বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ।
যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।