এসিএন লাইফ নিউজ, ২০ সেপ্টেম্বর : তৃণমূলে যোগ দেওয়ার পর আজ প্রথম নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাবুল সুপ্রিয় । মুখ্যমন্ত্রীর অভ্যর্থনায় আপ্লুত তৃণমূলে আসা বাবুল । গাইলেন গানও ।
এদিন বাবুল সুপ্রিয় নিজেই গাড়ি চালিয়ে নবান্নে আসেন । সঙ্গে ছিলেন ডেরেক ও ’ব্রায়েনে ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রায় আধঘণ্টা কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ।
সাক্ষাতের পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘মমতার সঙ্গে কথা বলে আমি খুশি । আমি এখানে কাজের পূর্ণ স্বাধীনতা পাব। যা দায়িত্ব ওঁরা দেবেন, আমি পালন করব । তিনি আমার বাবাকে একটি বই উপহার দিয়েছেন, আমাকে উত্তরীয় উপহার দিয়েছেন । আগামী দিনে দল বলে দেবে, আমার কী দায়িত্ব হবে ।’
তৃণমূলে যোগ দিয়েই তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ছিল তাঁর কাছে অপ্রত্যাশিত । কিন্তু কী সেই দায়িত্ব, সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি পরিস্কার বলে দিতে চাই, আমার কী দায়িত্ব সেটা দিদিই বলবেন, আমাকে জিজ্ঞেস করবেন না । দিদি অত্যন্ত ভালোবাসা দিয়েছেন । আমার বাড়ি দিদির অফিস থেকে দেখা যায় । আমার উপর যে ভরসা রাখছেন উনি, আমি তার পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করব ।’
এর পরই সাংবাদিকরা প্রশ্ন করেন, বাবুল সুপ্রিয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান গাইবেন? বাবুল বলেন, “নিশ্চয়ই গাইব।” তৃণমূলের হয়ে গান গাওয়ার কথাতেও তিনি রাজি আছেন বলেই সোমবার জানিয়েছেন বাবুল ।
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল । এদিন বাবুল বলেন, ‘সুযোগ দেওয়ার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ ।’
ঝালমুড়ি-রাজনীতি নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বলেন, দিদি বলেছেন, মুড়ি খেলে ওজন বাড়ে, গ্রামের মুড়ি খাওয়া উপকারি । এখনকার মুমুচে মুড়িতে ইউরিয়া থাকে, আমাকে খেতে বারন করেছেন, ছোট চালের মুড়ি কিনতে হবে, উনি বলেছেন ।
কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করার বিষয়ে তৃণমূল নেতা বলেন, ‘গত ৩ অগস্ট কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার কথা বলেছেন । আজ সেই কারণেই তিনি একাই গাড়ি চালিয়ে এসেছেন, নিরাপত্তার দায়িত্বে কেউ নেই । আগামী দিনেও তিনি এ ভাবেই পথ চলবেন ।’
ছবি সৌ : এএনআই