আবারো কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমনে নিহত হলেন এক মৎস্যজীবী।
দক্ষিণ 24 পরগনা সুন্দরবন মরিচঝাঁপি জঙ্গলে বাঘের কামড়ে নিহত হলেন হরিপদ মন্ডল 35। বুধবার সকালে মরিচঝাঁপি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে ।
পাশে 40ফুটের মত নদী চওড়া অপর পারে জঙ্গল ও বনবিভাগের অফিস।
অভাবের তাড়নায় এই সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে ও বাঘে টেনে নিয়ে চলে যায়। সঙ্গীরা ডাকাডাকি ও খোঁজাখুজি করে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।