বুধবার সকালে সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ বেরিয়ে মনি নদী সাঁতার কেটে লোকালয়ে বাঘ ঢুকলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।ফলে আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মইপিট কোস্টাল থানার পূর্ব দেবীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভুবনেশ্বর বোসের ঘেরী গ্রামের বেশ কয়েক জন মৎস্যজীবী মনি নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দেখে সদ্য বাঘের পায়ের ছাপ।আর এই বাঘের পায়ের ছাপ দেখে মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে পড়ে।
তারা সঙ্গে সঙ্গে গ্রাম এসে গ্রামবাসীদের বিষয়টি জানায়।এরপর গ্রামবাসীরা বন দফতর এবং কোষ্টাল থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোষ্টাল থানার পুলিশ বাহিনী এবং বন দফতরের বনকমীর্রা।তারা বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখে।
https://www.facebook.com/230205334351193/videos/675183136396748
তবে বাঘ এসে আবার জঙ্গলে চলে গেছে এমনি ও বাঘের পায়ের ছাপ দেখা যায়।বিষয়টি বন দফতরের বনকমীর্রা এবং পুলিশ নজরে রেখেছে।পুলিশ ও বন দফতর জানান মনি নদী পেরিয়ে একটি বাঘ লোকালয়ে ঢোকার পায়ের ছাপ দেখা গেছে।
পাশাপাশি বাঘ ফিরে জঙ্গলে চলে গেছে এমনি ও বাঘের পায়ের ছাপ দেখা গেছে। তবে বিষয়টি নজরে রাখা হয়েছে এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।