Home আজকের খবর গ্রামজুড়ে বাঘের পায়ের ছাপ : ঘুম ছুটেছে এলাকাবাসীর

গ্রামজুড়ে বাঘের পায়ের ছাপ : ঘুম ছুটেছে এলাকাবাসীর

বুধবার সকালে সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ বেরিয়ে মনি নদী সাঁতার কেটে লোকালয়ে বাঘ ঢুকলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।ফলে আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মইপিট কোস্টাল থানার পূর্ব দেবীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভুবনেশ্বর বোসের ঘেরী গ্রামের বেশ কয়েক জন মৎস্যজীবী মনি নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দেখে সদ্য বাঘের পায়ের ছাপ।আর এই বাঘের পায়ের ছাপ দেখে মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে পড়ে।

তারা সঙ্গে সঙ্গে গ্রাম এসে গ্রামবাসীদের বিষয়টি জানায়।এরপর গ্রামবাসীরা বন দফতর এবং কোষ্টাল থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোষ্টাল থানার পুলিশ বাহিনী এবং বন দফতরের বনকমীর্রা।তারা বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখে।

https://www.facebook.com/230205334351193/videos/675183136396748

তবে বাঘ এসে আবার জঙ্গলে চলে গেছে এমনি ও বাঘের পায়ের ছাপ দেখা যায়।বিষয়টি বন দফতরের বনকমীর্রা এবং পুলিশ নজরে রেখেছে।পুলিশ ও বন দফতর জানান মনি নদী পেরিয়ে একটি বাঘ লোকালয়ে ঢোকার পায়ের ছাপ দেখা গেছে।

পাশাপাশি বাঘ ফিরে জঙ্গলে চলে গেছে এমনি ও বাঘের পায়ের ছাপ দেখা গেছে। তবে বিষয়টি নজরে রাখা হয়েছে এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments