ফের বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তি কে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ।
আসন্ন কালীপূজো উপলক্ষে ভাতার থানার পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজি বিক্রয় করার জন্য মজুত রাখছে । গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ ১৮কেজি বাজি সহ দুজনকে গ্রেফতার করেছে।
https://www.facebook.com/230205334351193/videos/2794106267499477
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাম ঘোষ বাড়ি ভাতারের আমারুন গ্রামে ও বাপি মন্ডল বাড়ি ভাতারের এওরা গ্রামে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দোকানে হানা দিয়ে চকলেট বোম সহ বিভিন্ন ধরনের বাজি মিলিয়ে ১৮ কেজি বাজি উদ্ধার করেছে।
এদিন ধৃতদের বিচার বিভাগীয় তদন্তের জন্য আদালতে পাঠায়। তবে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।