মালদার হরিশ্চন্দ্রপুরে কেন্দ্রে আনা কৃষি বিলের প্রতিবাদে বামেদের পথ অবরোধ
কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এর প্রতিবাদে আজ সারা ভারতবর্ষ জুড়ে বামেদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। কৃষকের স্বার্থ দেখানো হয়নি বলে অভিযোগ তুলে বিল নিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন বিরোধী দলগুলিও। তাই আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার ভবানীপুর ব্রিজ মোড়ে ৮১ নং জাতীয় সড়কের উপর হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কিষান সভার সম্পাদক আব্দুল মান্নান ও সারা ভারত কিষান সভার মালদা জেলা কমিটির কাউন্সিলের সদস্য গোলাম মর্তুজা ওরফে মালেক এর নেতৃত্বে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় হাজার খানেক মানুষ সিপিআই(এম) এর দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভে শামিল হয়।এই করোনা আবহের মধ্যে জাতীয় সড়ক অবরোধ হওয়ার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রায় ঘন্টাখানেক পর বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয় বলে খবর।
তবে বিক্ষোভকারীরা এই পথ অবরোধ থেকে হুঁশিয়ারি দেন যে আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করে তবে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের পথে যাবে তারা।