বাঁদনা পরব ও খুটান উৎসবে মেতেছে জঙ্গল মহল। কালি পূজোর পরের দিন ‘বাঁদনা পরব’। এই দিন রাঢ় বঙ্গের মানুষ গরু ও গাভীকে বা মহিষকে স্নান করিয়ে তার গায়ে বিভিন্ন রং দিয়ে ছাপ বা আলপনা দিয়ে থাকেন এবং রাত্রে তাদের পুজো করা হয়, যা স্থানীয় ভাবে গরুর বিয়ে নামে পরিচিত।
এরপর সারারাত ধামসা মাদল নিয়ে বাজনা বাজিয়ে এলাকায় চলে রাত জাগান। এরপরের দিন স্থানীয় বাসিন্দারা বলদ বা মহিষকে একটি খুঁটিতে বেঁধে ধামসা মাদল ও বিভিন্ন জন্তুর চামড়া নিয়ে সমবেত ভাবে ভয় দেখান ও বিভিন্ন লোকগান করতে থাকেন।
যা দেখে ভয়ে সেই সেই চামড়াকে আক্রমণ করতে থাকে। যাকে বলা হয় খুঁটান উৎসব। অনেকে মনে করেন এই খুঁটান উৎসব পিছনে রয়েছে এক বিজ্ঞান ভিত্তিক কারণ। সারা বছর কৃষি কাজে গবাদি পশু ব্যবহার হয়।
https://www.facebook.com/230205334351193/videos/2763584113915713
বর্ষায় ধান লাগানোর পর আর সেভাবে কৃষি কাজে গবাদি পশুর কাজ থাকেনা। মাঝে বেশ কিছু দিন বিশ্রাম পায় তারা। কালি পূজোর সময় থেকে আবার নতুন করে ধান কাটা, মাঠ থেকে ধানতোলা, শীত কালিন সব্জী চাষ সহ বিভিন্ন কাজে আবার গবাদি পশুর ব্যবহার হয়।
তাই দীর্ঘ বিশ্রামের পর তাদেরকে আবার নতুন করে কাজে নামানোর আগে এই ভাবেই জাগিয়ে নেওয়া হয় বলে অনেকে মনে করেন।