বাংলা শস্য বীমা খারিফ ২০২২ মরশুমের শুভ সূচনা হলো। পূর্ব বর্ধমানের ভাতার কৃষি দপ্তরের উদ্যোগে বামুনারা গ্রাম পঞ্চায়েতে বাংলা শস্য বীমার ফর্ম বিতরণের শুভ সূচনা হয়। পঞ্চায়েত অফিস চত্বরে একটি সভাকক্ষে কৃষকদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন কৃষি দপ্তরের কর্মীরা।
প্রাকৃতিক বিপর্যয়ের ফসল নষ্ট হলে কৃষকরা ক্ষতিপূরণ পাবেন এই বিমার মাধ্যমে। সমস্ত কৃষকদের এই বীমার আনতায় আনতে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রচার অভিযান চালাচ্ছে। ভাতার ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ভাতার ব্লকেও প্রতিনিয়ত প্রচার চলবে,যাতে কৃষকরা নিজেদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সহ সংশ্লিষ্ট জায়গায় জমা করে। জানা যায় ৩১ শে আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে ভাতার ব্লক জুড়ে।