Home bankura ভাঙা সেতুতে দুর্বিষহ জীবন, বাঁকুড়ায় তরজা শাসক-বিরোধীর

ভাঙা সেতুতে দুর্বিষহ জীবন, বাঁকুড়ায় তরজা শাসক-বিরোধীর

বাঁকুড়া, ১৭ জুলাই : গত 7 মাস আগে ভেঙ্গে গেছে সেতু । গ্রামবাসীরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । কিন্তু মেলেনি কোনও সুরাহা । জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার ।

 

 

 

জানা যায়, স্বাধীনতার বহু আগে বাঁকুড়ার পাত্রসায়রের হাতি তলা থেকে বর্ধমান যাবার গ্রামীণ সড়কের ওপর স্থানীয় একটি খালে চুন-সুরকি ও ইঁট দিয়ে একটি সেতু তৈরী হয় । সেভাবেই চলছিল বহু বছর। কিন্তু প্রায় সাত মাস আগে ঐ সেতুর একাংশ ভেঙ্গে পড়ে । চরম সমস্যায় পড়েন ইন্দাস-পাত্রসায়ের ব্লক এলাকার অসংখ্য মানুষ।

 

 

 

 

 

 

 

স্থানীয় মানুষ জানিয়েছেন , খালের দুই পারে এলাকার মানুষের বহু চাষের জমি রয়েছে । সেতু ভেঙ্গে পড়েছে । ফলে ট্রাক্টর, গোরুর গাড়ি নিয়ে খাল পেরিয়ে চাষ করতে যাওয়া সম্ভব হচ্ছেনা । এই অবস্থায় মাত্র এক কিলোমিটার রাস্তা এখন প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার ঘুরে পৌঁছাতে হচ্ছে । এমনকি ওই রাস্তা দিয়ে চলত পাত্রসায়ের বর্ধমান রুটের বেশ কয়েকটি বাস । সেতু ভেঙে যাওয়ায় বর্তমানে বাস চলাচলও বন্ধ রয়েছে । চরম সমস্যায় সংশ্লিষ্ট এলাকার মানুষ । সেতু পুনঃর্নিমাণে ইতিবাচক প্রশাসনিক উদ্যোগ চোখে পড়েনি বলেই এলাকার মানুষের দাবি ।

 

 

 

 

 

 

ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ এর দাবি, ওই সেতুটি ডিভিসির আওতায় পড়ে । পাত্রসায়ের ব্লক-এর পক্ষ থেকে বিষয়টি ডিভিসি কে এবং এসডিও, ডিএমকেও জানানো হয়েছে । পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “কয়েকদিন আগেই বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃত্বরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছিলেন । এখন তাঁরা কোথায় ? তাঁদের তো এটা নৈতিক কর্তব্যোর মধ্যে পড়ে । এলাকায় এমএলএ রয়েছে । কিন্তু কী কাজ করে সেটা আমাদের চোখে পড়ে না । তিনি একটা কাজই করেন, যেখানেই যান ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন । এমনকি আমাদের বিধায়ক কোথাও ভাল কাজ করেননি ।”

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতিক্রিয়ায় ইন্দাস বিধানসভা বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বলেন, “আমি তো তিন মাস বিধায়ক পদে বসেছি । আমার দিকে আঙুল না তুলে যারা বারবার বলছে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, তারা নিজেদের দিকে আঙ্গুল তুলুন । যে কি উন্নয়ন হয়েছে !”

 

 

 

 

 

 

 

বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত এবিষয়ে বলেন, “জেলা প্রশাসন ও জেলা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে । ঐ জায়গায় একটি ‘বক্স কালভার্ট’ তৈরীর ভাবনা রয়েছে ।”

 

 

 

 

 

 

 

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments