বাঁকুড়া, ১৪ জুলাই : ফের সোনামুখীতে দামোদরের জলে ডুবে মৃত্যু হল এক যুবকের । ঘটনায় চাঞ্চল্য ।
গত 5 তারিখে দামোদর নদে স্নানে নেমে এক যুবকের তলিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । পাঁচদিন পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছিল বিপর্যয় মোকাবিলা দল । সপ্তাহ পেরোতে না পেরোতেই বুধবার দুপুর 1:30 মিনিট নাগাদ সোনামুখীর দামোদরে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু হল আরও এক যুবকের । মৃত যুবকের নাম সুরজিৎ চক্রবর্তী । বয়স আনুমানিক 26 বছর । বাড়ি সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে , ওই যুবক তাঁর বন্ধু অমিত মণ্ডলের সাথে নদীতে মাছ ধরতে নামেন । আচমকা দুজনেই জলে তলিয়ে যান । সেই সময় নদীর তীরে থাকা স্থানীয় যুবকদের নজরে পড়ে বিষয়টি । সঙ্গে সঙ্গে তাঁরা নৌকা নিয়ে উদ্ধারে নামেন । অমিতকে উদ্ধার করা হয় । কিন্তু সুরজিৎ জলে তলিয়ে যাওয়ায় তাঁকে উদ্ধার করতে সমস্যায় পড়তে হয় । পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন ।
এরপর পুলিশ সুরজিতের মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় ।