Home bankura তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বাকুঁড়ার মেজিয়া

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বাকুঁড়ার মেজিয়া

বাকুঁড়া, ১৩, জুলাই : রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার মেজিয়া। ঘটনায় সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । গতকাল রাত ৯টার সময় মেজিয়ার বাগানগোড়ায় ঘটনাটি ঘটে । ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে অপর গোষ্ঠী ।

জানা যায়, শঙ্কর শর্মা নামে এক রেশন ডিলারের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি । অভিযোগ, রবিলোচন গোপ ও তাঁর ছেলে বিশ্বজিৎ গোপ নিজেদের অনুগামীদের নিয়ে চড়াও হয় শঙ্কর শর্মার বাড়িতে । ঘটনায় রেশন ডিলারের বাড়ির দুই সদস্য বিশাল শর্মা ও অভিষেক শর্মা-র মাথায় চোট লাগে । ঘটনার বিরুদ্ধে স্থানীয় বাউরি পাড়ার তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা প্রতিবাদ জানায় । আর এর ফলেই ঘটে বিপত্তি ।

এরপরই বিশ্বজিৎ গোপ,রবি গোপ ও তার অনুগামীদের বিরুদ্ধে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যদের উপর হামলার অভিযোগ ওঠে । ঘটনার প্রতিবাদে পালটা বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে যুব তৃণমূল । তৃণমূল নেতা রবিলোচন গোপ ও  বিশ্বজিৎ গোপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবরোধ । অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ।

দলের গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করেন মেজিয়া ব্লক যুব তৃণমূল-কংগ্রেসের সহ সভাপতি বিপ্লব দুবে । তিনি জানান, “বর্তমানে মেজিয়ার বুকে তৃণমূলের যুব সংগঠন দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে । তা সহ্য করতে পারছেন না তৃণমূলেরই আর এক শ্রেণী । তারা ভাবছেন এই যুব সংগঠন আগামী দিনে হয়তো তাদের সিন্ডিকেট রাজ ধ্বংস করে দিতে পারে । তাই তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যুব সংগঠনকে শেষ করার।”

প্রসঙ্গত, মেজিয়ায় রাজনৈতিক হিংসার ঘটনা এই প্রথম নয়। বেশ কয়েকবারই সংবাদ শিরোনামে উঠে এসেছে মেজিয়ার রাজনৈতিক হিংসার ঘটনা। এখন দেখার যে, এই গোষ্ঠী কোন্দল এড়াতে তৃণমূল নেতৃত্ব কী ব্যবস্থা নেয় ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments