বাঁকুড়ায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্। কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানন্দর থেকে চপারে চেপে তিনি শহর সংলগ্ন করগাহিড় হ্যালিপ্যাডে পৌঁছান। পূর্ব নির্দ্ধারিত কর্মসূচী হিসেবে বাঁকুড়ায় পৌঁছেই পুয়াবাগানে বীরসা-মুণ্ডার মূর্তিতে মালা দেন।
বীরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পের ৮০ টির একটিও বাঁকুড়ায় করতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আদিবাসী সম্প্রদায়ের অসহায় মানুষদের জন্য গৃহনির্মাণের যে অর্থ কেন্দ্র সরকার দিয়েছে তা আদিবাসীদের কাছে পৌঁছয় নি বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ -র।
https://www.facebook.com/230205334351193/videos/440150863621460
তিনি বলেন কৃষকের জন্য প্রতি বছর ছ হাজার টাকা করে দেওয়ার যে প্রকল্প কেন্দ্র নিয়েছে তা প্রতিফলিত করতে দিচ্ছে না এই রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের গরীবদের জন্য স্বাস্থ্য খাতের টাকাও গরীবরা পাচ্ছে না। মমতার সরকার গরীবদের প্রাপ্য অর্থ দিচ্ছে না। মমতা দিদিকে বলতে চাইছি, দিদি, আপনার মনে ভয় আছে, এই সব প্রকল্প বন্ধ করে দিয়ে কি ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আটকে দেওয়া যাবে…? তিনি অনুরোধ করেছেন৷
কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্যে চালু হতে দিন, তাহলে আপনারই মঙ্গল। ভারতীয় জনতা পার্টির উপর যেভাবে অত্যাচার মমতার সরকার করছে তাতে তৃণমূল সরকারের মৃত্যু জাল ঘনিয়ে আসছে।
তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের যুবকদের রোজগার দেয়ার জন্য বাঙালি গরিবদের গরিবি আনা থেকে মুক্ত করতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কে ছুড়ে ফেলে দিয়ে বিজেপি সরকারকে একবার সুযোগ করে দিন আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গের সোনার বাংলা করে দেবো