আইনের গেরোয় পড়ে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারছেন না ষাটোর্ধ্ব মহিলা।তার অভিযোগ অন্যায়ভাবেই তাকে বাড়ি নির্মাণের কাজে বাধা দিচ্ছে পুর কর্তৃপক্ষ।যদিও মহেশতলা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ওই মহিলা জলাশয় বুজিয়ে নির্মাণকাজ করছিলেন ।বেআইনিভাবে নির্মানকাজ করার জন্যই তাকে বাধা দেওয়া হয়েছে।
২০১৫ সাল নাগাদ সুমন খান্ডেলওয়াল গুপ্তা নামে ওই মহিলা তার স্বামীর নামে মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দত্ত বাগানে ২৬ কাটার একটি জমি কিনেছিল। তিনি জানান ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী কাগজে-কলমে কুড়ি কাটা বাস্তু এবং ৬ কাটার একটি পুকুর রয়েছে তার কেনা সম্পত্তির মধ্যে।
মহেশতলা পুরসভার কাছে বাস্তু জমিতে দু তলা বিল্ডিং তৈরি করবার জন্য সাইট প্ল্যান করে জমা দেন মহিলা। বাড়ি নির্মাণের অনুমতিও তখন তিনি পেয়েছিলেন।মহিলা জানান তখন আর্থিক অসঙ্গতির দরুন তারা বাড়িনির্মান করতে পারেননি।ইতিমধ্যে জলাশয়ের পাড়ে ভাঙন ধরে ।
https://www.facebook.com/230205334351193/videos/194632432135883
মহিলার দাবি ভাঙনের ফলে তার তিন কাঠা বাস্তু জমি জলাশয়ে ঢুকে গিয়েছে। বৃদ্ধার অভিযোগ দুবছর ধরে তিনি তার জায়গার ওপর বাড়ি নির্মাণের চেষ্টা করছেন। কিন্তু তাকে কখনও স্থানীয়রা তেড়ে আসছেন।কখনও পুর কর্তৃপক্ষ এসে নোটিশ ধরাচ্ছে। পুলিশের হয়রানির মধ্যেও পড়তে হচ্ছে। এই অবস্থায় অসহায় ভাবেই দিন কাটছে।
যদিও পুরসভা সূত্রে জানা যায় ওই বৃদ্ধা জলাশয় বুঝিয়ে বাড়ি নির্মাণ করছেন এমনই গণ অভিযোগ পাড়া থেকে জমা পড়ে। তারপর থেকে তাকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।এখন এই সঙ্কট থেকে নিস্কৃতি চান অসহায় বৃদ্ধা।