আজ আনুমানিক সকাল সাড়ে দশটা এগারটার সময় বড়শুল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফেরার পথে খোশবাগানের রাস্তার উপরেই জল জমে থাকায় একটি কাটা ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ঠ হয় এক যুবক এবং এক যুবতী । তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ।
বেসরকারি নার্সিংহোম সূত্রের খবর তাদের বর্তমান অবস্থা স্থিতিশীল ।আহত যুবক এবং যুবতীর নাম কাঞ্চন ঘোষ এবং লাবনী সরকার ।
দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বর্ধমান সদর থানার পুলিশ এবং এলাকার স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসে পৌঁছান এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে ফোন করে ডেকে সমস্যার সমাধান করেন ।