এসিএন লাইফ নিউজ, ২৯ সেপ্টেম্বর : দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । আর এই উৎসবে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে চায় ছোটো থেকে বড়ো সকলেই । বিশেষ করে মহিলারা ব্যস্ত হয়ে পড়েন রূপচর্চায় । পুজোর আগে রং ফর্সা করতে কত কিছুই না করে থাকেন তাঁরা । বিউটি পার্লারে গিয়ে গাদা টাকা খরচ করে গোল্ড ফেসিয়াল করে থাকেন । কিন্তু যদি এই গোল্ড ফেসিয়াল আপনি পুজোর আগে বাড়িতেই করতে পারেন তাহলে কেমন হয় ? করোনা আবহে বাইরে পার্লারে না গিয়ে বাড়িতে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়েই আপনি চটজলদি করে ফেলতে পারেন এই গোল্ড ফেসিয়াল ।
গোল্ড ফেসিয়ালের করতে গেলে প্রয়োজন হলুদ, বেসন, দুধ এবং সামান্য কেশর । পুজোর আগে কয়েক দিন এই সামান্য উপকরণ যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বক হবে অসাধারণ সুন্দর ।
বেসন ত্বকের ওপরে হওয়া মরা কোষ কে একেবারে দূর করে দেয় । হলুদ ত্বকের ওপরে হওয়া কালো দাগকে দূর করতে সাহায্য করে । আর কেশর গায়ের রঙ পরিষ্কার করতে সহজেই সাহায্য করে ।
তাই কষ্ট করে পার্লারে গিয়ে টাকা খরচ না করে বাড়িতেই বানিয়ে ফেলুন গোল্ড ফেসিয়াল । তারপর তা মুখের মধ্যে যত্ন করে বেশ কিছুটা সময় লাগিয়ে রাখুন । তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন ।
ছবি সৌ : pixabay