মালদা মানিকচক রাজ্য সড়কের বেহাল দশার শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে যানবাহন চালকরা । বৃহস্পতিবার সকাল থেকে মালদা মানিকচক রাজ্য সড়ক কার্যত বন্ধ হয়ে গেল ।
এদিন সকাল থেকে তিনটি গাড়ি একই সাথে পাশাপাশি বিকল হয়ে পারায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে । একদিকে বৃষ্টি তার উপরে রাস্তায় গাড়ি বিকল এমন দুর্ভোগের মধ্যে নিত্যযাত্রীদের পায়ে হেঁটে কয়েক কিলোমিটার গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে হয় ।
রাজ্য সড়কের বেহাল দশা ( মালদা )
রাজ্য সড়কের বেহাল দশা ( মালদা )
Gepostet von ACN Life News am Donnerstag, 24. September 2020
মানিকচক থানার মথুরাপুরে কাঁকড়িবাদ্ধা মোড় এলাকায় ঘটনাটি ঘটে । সকাল ১০ টা থেকে প্রায় বিকাল ৪ পর্যন্ত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল ।
ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দীর্ঘ ৫ ঘন্টার চেষ্টায় জেসিপি গাড়ি সাহায্যে বিপল লরি গুলো সরানোর হয় । পুলিশের সাহায্য যানজট মুক্ত করা রাজ্য সড়ক ।