Home আজকের খবর বেহাল রাস্তা : সংস্কারের দাবী

বেহাল রাস্তা : সংস্কারের দাবী

রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসী ।

দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় ছোট,বড়ো গর্ত, বর্ষার সময় যেগুলো জলে ভরে রাস্তা ছোটোখাটো জলাশয় হচ্ছে, যানবাহন চলাচলে প্রচন্ড সমস্যা হচ্ছে, ঘটছে ছোট,বড়ো দুর্ঘটনা | এমনকি কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় এক তরতাজা যুবকের মৃত্যুও হয়ছে, প্রশাসনের কাছে বেহাল রাস্তা সংস্কারের জন্য কাতর আর্জি এলাকাবাসীর |

উল্লেখ্য, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শহিদমোড় থেকে হরিশ্চন্দ্রপুর 2 ব্লক পর্যন্ত রাস্তার অবস্থা মোটেই ভালো নয়, পুরো রাস্তাটাই ছোট,বড়ো গর্ত তে ভর্তি | রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে | বর্ষার কারণে জল জমে অবস্থা আরোও খারাপ হয়ে গেছে | সবথেকে খারাপ অবস্থা বারদুয়ারী মোড়ের কাছে | এখানেই গত ৩ মাস আগে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরতাজা যুবকের | যে দুর্ঘটনার জন্য সকলেই রাস্তার বেহাল দশাকেই দায়ী করেছে | সেইসময়ও রাস্তা সংস্কারের জোরালো দাবি তুলেছিল এলাকাবাসী | তারপর অস্থায়ী ভাবে রাস্তা মেরামতি করা হলেও কিছুদিনের মধ্যেই অবস্থা যেমন ছিল তেমনই হয়ে যায় | এরকম অবস্থায় এই রাস্তা দিয়ে বাইক থেকে শুরু করে অন্যান্য যে কোনো যানবাহনই ঝুঁকি নিয়েই চলছে | মানুষ একদমই নিরাপদ বোধ করছে না | কিন্তু এটি এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা | বহু গ্রামের মানুষকে এই রাস্তা দিয়েই নিত্যদিন যাতায়াত করতে হয় | সামনেই হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক, ব্লকেও প্রতিদিন ব্লকের কর্মীরা থেকে শুরু করে প্রচুর মানুষকে আসতে হয় বিভিন্ন কাজে | তাই অবিলম্বে এই রাস্তা সংস্কার করা দরকার | না তো যে কোনো সময় বড়োসড়ো দুর্ঘটনার ভয় পাচ্ছে এলাকাবাসী |

বেহাল রাস্তা : সংস্কারের দাবী ( মালদা )

বেহাল রাস্তা : সংস্কারের দাবী ( মালদা )

Gepostet von ACN Life News am Freitag, 18. September 2020

মাসুদ করিম নামে এক এলাকাবাসী বলেন, ” আমরা প্রত্যেকেই চায় দ্রুত এই রাস্তা সংস্কার হোক | কিছুদিন আগের দুর্ঘটনা নিয়ে থানা, ব্লক সকলেই জানে | ৫০০ মিটার দূরে ব্লক অফিস | বিডিও প্রত্যহ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন | তাও কেন রাস্তা মেরামতির কাজ হচ্ছে না, বুঝতে পারছি না | আশেপাশের মালিওর, দৌলতনগর থেকে শুরু বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় | অতি দ্রুত কাজ হোক এই আবেদনই করবো | ”

তপন রায় নামে পার্শবর্তী এলাকার এক ব্যবসায়ীও একই দাবি করেন | যিনি ৩০ বছর ধরে এই রাস্তায় দুধ বিক্রি করেন | তিনি বলেন, ” আরোও প্রাণ না যাওয়ার আগে রাস্তা ঠিক করা হোক | রাস্তার বেহাল দশার কারণেই একটি তরতাজা প্রাণ চলে গেছিলো | তিন বছর ধরে খারাপ এই রাস্তা | বিধায়ক,সাংসদ সহ সকল জনপ্রতিনিধির কাছেই অনুরোধ অবিলম্বে রাস্তা মেরামতির কাজ হোক | ”
এলাকাবাসীদের কথা থেকে একটা কথা স্পষ্ট দুর্ঘটনার স্মৃতি কেউই ভুলতে পারে নি | রাস্তা দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলেই |

এদিকে রাস্তার বেহাল দশা নিয়েও তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা অব্যাহত |একে,অপরকে কটাক্ষ করেছেন |

বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেছেন, ” সবকিছুতেই কাটমানি | তাই কোনো জিনিসই টিকছে না বেশিদিন | এদের দুর্নীতির জন্য রাস্তার এই হাল | কারণ কাজের সময়ই যে কাটমানি খেয়ে নেই তৃণমূল নেতারা | আর প্রাণ দিতে হলো তরতাজা এক যুবককে | ”

তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি তথা তৃণমূল নেতা মহ: রুহুল আমিন পাল্টা বলেন, ” রাস্তার হাল খারাপ সত্যিই | মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেলা জুড়ে রাস্তার কাজ হচ্ছে | আমরা আধিকারিকদের সাথে কথা বলেছি | খুব দ্রুত এই রাস্তার সম্পূর্ণ মেরামতি হবে | আর দুর্ঘটনাটি সত্যিই দুর্ভাগ্যজনক | ” সাথেই তিনি বিজেপির জেলা সম্পাদকের কথার পরিপ্রেক্ষিতে বিজেপিকে পাল্টা আক্রমণ করে বলেন, ” বিজেপি উন্নয়ন করে না | এদের কাজই কুৎসা করা,ভাওতাবাজি করা | আমাদের নেত্রী উন্নয়নের জন্য বিশ্বের মঞ্চ থেকে পুরস্কার নিয়ে আসেন কিন্তু বিজেপি সেটা স্বীকার করে না।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments