Home আজকের খবর বেহাল রাস্তা : সরব এলাকাবাসী

বেহাল রাস্তা : সরব এলাকাবাসী

গাছে কাঁঠাল গোঁফে তেল হলেও দাবি দাওয়া নিয়ে স্বরব এলাকাবাসী। একুশের বিধানসভা নির্বাচনের দামামা এখনো বাজে নি সেভাবে। করোনার সংক্রমণে পরিস্থিতি পেরিয়ে আনলকে কিছুটা শিথিল পরিস্থিতির সবে শুরু হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি সম্পতি শুরু করেছে তাদের কর্মকান্ড। এরই মধ্যে ভোট বয়কটের ডাক। গ্রামের একমাত্র রাস্তা চলাচলের অযোগ্য, আর এই দাবিকে সামনে রেখে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা।

এ ঘটনা বাঁকুড়া পাত্রসায়ের ব্লক এর চরগোবিন্দপুর গ্রামের। ভোট আসে, ভোট যায় গ্রামের একমাত্র দাবী কাঁচা রাস্তা পাকা আর হয় না। ভোটের আগে প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় ভোট পেরোলে কে কাকে মনে রাখে। বিগত দশ বছর ধরে এই একই ছবি চরগোবিন্দপুর এই রাস্তার। বার বার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয় নি।ভোট এলেই রাজনৈতিক নেতাদের কাছেও মিলেছে প্রতিশ্রুতি কিন্তু এ পর্যন্তই।

গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। কৃষিকাজই তাদের একমাত্র রুজি রোজগারের ভরসা। ধান, তিল,সরিষা, খসলা বিভিন্ন ধরনের শাক সবজি ও মাচা সবজি চাষ হয় এখানের তিন ফসলি উর্বর জমিতে।কিন্তু উৎপাদিত পণ্য ঘরে তোলা কিমবা বাজারজাত করতে গিয়ে হিমশিম খেতে হয় গ্রামের গরিব চাষিদের। গ্রামের কর্দমাক্ত রাস্তায় গাড়ি নিয়ে আসতে চায় না কোন ব্যবসায়ী। বহুবার গাড়ির চাকা কাদায় ভেসে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। শারীরিক অসুস্থতা কিংবা শিক্ষাঙ্গনে যাওয়ার ক্ষেত্রে সমস্যা পড়েন স্থানীয়রা। গ্রামবাসীদের হুমকি অবিলম্বে পাঁকা সড়ক করা হউক এই রাস্তা,নচেৎ ভোটাধিকার প্রয়োগ করবেন না তারা কেউই।

বেহাল রাস্তা : সরব এলাকাবাসী ( বাঁকুড়া / পাত্রসায়ের ) ACN LIFE NEWS

বেহাল রাস্তা : সরব এলাকাবাসী ( বাঁকুড়া / পাত্রসায়ের ) ACN LIFE NEWS

Gepostet von ACN Life News am Montag, 5. Oktober 2020

রাজনৈতিক দলগুলি অবশ্য এই কাদা নিয়ে একে অপরের দিকে ছুটতে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের দাবি কেন্দ্রীয় সরকার চাইছেন রাস্তা খারাপ রেখে মানুষের বঞ্চিত করতে। তারা মানুষকে বাধ্য করছে ভোট বয়কট এর মতো কোন সিদ্ধান্ত নিতে। অবিলম্বে পঞ্চায়েতের কাজকর্মে নিয়ম নীতি জটিলতা কাটিয়ে গ্রামের মানুষের দুর্ভোগ বন্ধের আবেদন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি এটা তৃণমূলের কালচার। এরা ভোটের সময় ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়, ভয় দেখায় এবং মানুষকে বিভ্রান্ত করে। এখন দেখার এতসব রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি কাটিয়ে কবে নাগাদ চরগোবিন্দপুর এর মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা পাকা সড়কে পরিনত হয়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments