এসিএন লাইফ নিউজ, ৩০ সেপ্টেম্বর : ভবনীপুর উপনির্বাচনে সকাল থেকেই ভোটের লাইন । ভোটের লাইনে কোভিড বিধি মেনেই দেখা গেল ভবানীপুরবাসীকে ।
তবে রাজ্যের বাকি দুই কেন্দ্রের তুলনায় সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার কম । সেখানে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশ । ১১টা পর্যন্ত জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ৩৬.১১ শতাংশ এবং ৪০.২৩ শতাংশ ।
ভবানীপুরবাসীকে ইতিমধ্যেই টুইটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায় । বড় ব্যাবধানে মুখ্য়মন্ত্রীকে জেতানোর জন্য আবেদন করেছেন তিনি ।
ছবি সৌ : সুব্রত মুখ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্ট