এসিএন লাইফ নিউজ, ৩০ সেপ্টেম্বর : ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মিত্র ইনস্টিটিউশনে তিনি ভোট দেন । পরিবারের সকলকে নিয়ে ভোট দিতে দেখা যায় ফিরহাদ হাকিমকে । মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ও । সঙ্গে স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে যান তিনি ।
বৃহস্পতিবার সকাল থেকেই ভোটের লাইনে দেখা গিয়েছে ভবানীপুরবাসীকে । তৃণমূলের একাধিক মন্ত্রী বার বার অনুরোধ জানিয়েছেন বেশি করে ভোট দেওয়ার জন্য ।
অন্যদিকে, ভোটার কার্ড ছাড়াই খালসা হাইস্কুলে ভোট দিতে এসেছিলেন এক ব্যক্তি । এমনই অভিযোগ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রুরেওয়ালের । এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই স্কুলে । ঘটনায় বিজেপি এবং তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন ।