এসিএন লাইফ নিউজ, ৩ অক্টোবর : আজ ভবানিপুর সহ তিন কেন্দ্রের ফল । সকাল ৮ থেকে শুরু হয় গণনা ।
ভবানীপুরে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে চলছে ভোট গণনা । জঙ্গিপুর ও সামশেরগঞ্জের গণনা চলছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ।
ভবানীপুরে আজ শেষ হাসি হাসবেন কে ? গোটা দেশের নজর এই কেন্দ্রের উপনির্বাচনের ফলের দিকে । সহজ জয় হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? নাকি চমক দেবেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল? অন্।দিকে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও। ২১ রাউন্ডের গণনায় কার হবে কিস্তিমাৎ?