এসিএন লাইফ নিউজ, ৩০ সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব । কোভিড বিধি মেনেই শুরু হয় ভোট দান পর্ব । ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন বুথে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল । ১২৬ নম্বর বুথে তিনি কারচুপির অভিযোগ তোলেন ।
যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ইভিএম বিভ্রাট হয়নি ওই বুথে । মক পোল হতে সময় লেগেছিল । কিন্তু মক পোলের পরই শুরু হয়ে যায় ভোট গ্রহণ ।
উল্লেখ্য, ভবানীপুরে প্রচারে রীতিমত ঝড় তুলেছিলেন এই বিজেপি প্রার্থী । সকলকে বুঝিয়েছিলেন, যেখানেই সন্ত্রাস দেখবেন তিনি ছুটে যাবেন ।
কিন্তু এই সবকিছুর পর এখন দেখার ভবানীপুর যাবে কার দখলে ?
ছবি সৌ : ইন্টারনেট