এসিএন লাইফ নিউজ, ১২ সেপ্টেম্বর : গুজরাতের নতুন মুখ্য়মন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেল । আজ ভূপেন্দ্র পটেলকে বেছে নিয়েছে পরিষদীয় দল । মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয়মন্ত্রী অমিত শাহের পছন্দ ভূপেন্দ্র ।
শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে হঠাৎই ইস্তফা দেন বিজয় রূপানি । গতকাল তিনি তাঁর পদত্যাগপত্র জমা করেন রাজ্যপাল দেবব্রত আচার্যর কাছে । এরপরই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন পটেলের ঘনিষ্ঠ বলে পরিচিত ভূপেন্দ্র পটেল । গুজরাতের ঘাটলোদিয়া আসন থেকে নির্বাচিত বিধায়ক তিনি। এর আগে আমেদাবাদ পুর নিগম ও আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে জড়িত ছিলেন তিনি।