ছোট্ট ভূতু সেতো এখন ছোট্টটি নেই, রীতিমতো যুবতীর পথে।বাংলা ধারাবাহিক মহলের প্রাণশক্তি ছিল এই শিশুশিল্পী।রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের টেক্কা দেবে ছোট্ট ভুতু,।তাঁর অভিনয় বাংলা পেরিয়ে সারা দেশের মানুষও দেখেছে, কারণ সে হিন্দি ধারাবাহিক মহলেও পৌঁছে গিয়েছিল তা অভিনয়ের দক্ষতার জোরে।
এখন বাংলা ধারাবাহিক বা চলচ্চিত্র জগতের শিশুশিল্পীরা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছে।জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভূতু’র (Bhutu) কথা নিশ্চই সবার মনে আছে। তবে সেই মিষ্টি বাচ্চাটি এখন কোথায়? না না বাচ্চা এখুন সে নয় তাঁর এখন জায়গা যুবতীদের তালিকায়।‘ভুতু'(Bhutu) চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া মুখার্জী।ঢলঢলে জামা পরে খোলা চুলের সেই মিষ্টি হাসি মেয়েটি মা কে খোঁজার সেই অভিপ্রয়াস আজও দর্শকদের মনে অটুট।
আজ সে কিশোরী।অভিনয়ের দ্বারা মুগ্ধ করেছিল সকলকে।আজ অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি অনবরত বিরাজমান।পড়াশোনার পাশাপাশি রান্না করতেও ভালোবাসে ছোট্ট আর্শিয়া। মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিষ্টি মিষ্টি ছবি পোস্ট করে থাকেন তিনি। কখনো পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেন আর্শিয়া, আবার কখনো নিজের মিষ্টি ফ্যাশন স্টাইলের। ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ (Srikrishnavakta Mira) সিরিয়ালে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। আবার কবে অভিনয়ে ফিরবেন তিনি সেই বিষয়ে জানা নেই।