Home খবর বাইডেনে বৈঠক গর্ভপাতের অধিকার নিয়ে।

বাইডেনে বৈঠক গর্ভপাতের অধিকার নিয়ে।

এ বছর ২৪ জুন আমেরিকান সুপ্রিম কোর্ট এক বিতর্কিত সিদ্ধান্তে মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক স্বীকৃতি কেড়ে নেয়। অর্থাৎ আমেরিকায় কোনও মহিলা গর্ভপাত করতে পারবেন কি না, করলে কত সপ্তাহের মধ্যে করতে পারবেন, তা ঠিক করবে প্রাদেশিক আইন। সুপ্রিম কোর্টে রিপাবলিকান বিচারপতিদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম থেকে সরব ছিলেন প্রেসিডেন্ট বাইডেন-সহ ডেমোক্র্যাট নেতারা। এই মর্মে বাইডেন জুলাইয়ে একটি এগজ়িকিউটিভ অর্ডারেও সই করেন। তবু সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের পরে আমেরিকার ১২টি প্রদেশে গর্ভপাত পুরোপুরি বা প্রায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্তত ৩ কোটি মহিলা এর আওতায় পড়েছেন। তার মধ্যে ২.২ কোটি মহিলা ছ’সপ্তাহের পরেই আর গর্ভপাত করাতে পারবেন না।

আমেরিকায় মহিলারা যাতে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে এক গুচ্ছ নির্দেশিকা ঘোষণা করবেন প্রেসিডেন্ট জো বাইডেন।সুপ্রিম কোর্টের সেই বিতর্কিত সিদ্ধান্তের ঠিক ১০০ দিন পরে, মঙ্গলবার, এ বিষয়ে আলোচনা করার জন্য তাঁর প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট বাইডেন। বৈঠকে থাকবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। হোয়াইট হাউস সূত্রের খবর, মহিলাদের কী ভাবে গর্ভপাতের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সেই টাস্ক ফোর্সের প্রধান জেন ক্লাইনের চিঠি পেয়ে তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।এই বৈঠকে গর্ভপাতের অধিকার ফেরাতে তাঁর প্রশাসনের কী পদক্ষেপ হবে, তা নিয়ে বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করবেন বাইডেন।

এই সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে বাইডেনের ৬০ লক্ষ ডলার অনুদানও ঘোষণা করার কথা। বিশেষ ভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হবে, যে সব ছাত্রী, মহিলা শিক্ষাকর্মী, শিক্ষিকা বা অধ্যাপিকার গর্ভপাতের প্রয়োজন হবে, তাঁদের যেন ছুটি সংক্রান্ত বা অন্য কোনও ধরনের বৈষম্যের শিকার না হতে হয়।একটি সাম্প্রতিক জনসমীক্ষা বলছে, সুপ্রিম কোর্টের রায়ের পরে তরুণ ভোটারদের মধ্যে নির্বাচনী ইস্যু হিসেবে গর্ভপাতের অধিকার ৪৬ শতাংশ (মার্চে) থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে। আগামী নভেম্বরে মিড টার্ম নির্বাচন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments