শিক্ষামন্ত্রী তার দেওয়া কথা রাখেননি অভিযোগ প্রাইমারী টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ।
2015 সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও এখনো মেলেনি সরকারি চাকরি দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালায় ভুগছেন তাঁরা । এবার রাজ্য সরকারের কাছে চাকরির দাবি জানিয়ে বাঁকুড়ার বিদ্যাভবনের অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন 2015 সালে প্রাইমারী টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ।
আজ তারা একটি মিছিল করে বিদ্যাভবন অফিসের সামনে জমায়েত হন এবং সেখানে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরীক্ষায় পাশ করে এবং প্রশিক্ষণ নেওয়ার পরেও কেন তাদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না তাই নিয়ে উঠছে প্রশ্ন । আর কতদিন রাজনীতির জাঁতাকলে পড়ে এই চাকরিপ্রার্থীরা বেকার হয়ে ঘুরে বেড়াবেন সেই ভেবেই রাতের ঘুম ছুটেছে চাকরি প্রার্থীদের ।
https://www.facebook.com/230205334351193/videos/668685510503619
টুবাই কল সৌরভ কুন্ডু নামের বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা বলেন , রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন 2015 সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা যারা চাকরি পাননি তারা পরবর্তী সময়ে d.el.ed প্রশিক্ষণ নিলে তাদের চাকরিতে নিয়োগ করা হবে । কিন্তু রাজ্য সরকারের আশ্বাস মতো তারা প্রশিক্ষণ শেষ করলেও এখনো পর্যন্ত তাদের চাকরিতে নিয়োগ করা হয়নি । তাই সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে আমাদেরকে চাকরিতে নিয়োগ করা হোক ।