সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সংগঠনের ডাকে হুগলি জেলা কমিটির উদ্যোগে ছয় দফা দাবি নিয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে শান্তিপূর্ণ অনির্দিষ্টকালীন ধর্না অবস্থান ভিআরপি কর্মীরা।
বৃহস্পতিবার সারা রাজ্যে পাশাপাশি হুগলি জেলার গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে এক ধর্না অবস্থান বিক্ষোভ করেন চুঁচুড়া ঘড়ির মোড়ে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলা শাসক অফিসে দাবিকে সামনে রেখে 23 টি জেলা তেই অনির্দিষ্ট কালের ধর্না কর্মসূচি সংঘটিত করা হয়েছে । এক VRP কর্মী বলেন নির্বাচনের পূর্ববর্তী সময়ে মা মাটি মানুষের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় SAVRP দের কে সিস্টেমের মধ্যে আনার কথা ঘোষণা করেছিলেন। দীর্ঘ কয়েক মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো সিস্টেমের মধ্যে সোশ্যাল অডিট ভিলেজ রিসোর্স পারসন দেরকে আনা হয়নি ।
আর VRP কর্মী অভিযোগ করেন বিচার-বিবেচনা করে মাননীয়া দিদি আমাদেরকে 240 দিন কাজ করার সুযোগ দিয়েছেন । যার বর্তমান মজুরি প্রতিদিন মাত্র 175 টাকা অর্থাৎ মাসে মাত্র তিন হাজার পাঁচশত টাকা । তাও প্রতিমাসে নিয়মিত আমরা পাইনা।
বিক্ষোভ কর্মসূচী ( হুগলী )
Gepostet von ACN Life News am Donnerstag, 8. Oktober 2020
এর পাশাপাশি আরও বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী আমদের কে বছরে 240 দিন পতঙ্গ বাহিত রোগ নির্ণয় এর কাজ করার মত সুযোগ করে দিয়েছেন । সেই কাজ আমরা সম্পূর্ণ নিষ্ঠার সাথে করি এবং দিনের শেষে মাত্র 175 টাকা পারিশ্রমিক পাই । আমরা মাসে 20 দিন কাজ পাই অর্থাৎ মাসে 3500 টাকা সম্মানিক হিসাবে পেয়ে থাকি । VBDC , COVID 19, সহ SAVRP রা (গ্রামীন সম্পদ কর্মী ) আরো বিভিন্ন প্রকল্পের কাজ করেন যেমন জয় বাংলা খাদ্য সাথী , স্বাস্থ্য সাথী , আম্ফান পরবর্তী পরিস্থিতিতে মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়া , ভোটার ভেরিফিকেশন , কৃষক বন্ধু , ফসল বীমা , বাড়ি বাড়ি ফুড কুপন ডিস্ট্রিবিউশন প্রভৃতি। এমত অবস্থায় আমরা এবং আমাদের পরিবার অনাহারে, অর্ধাহারে জীবনযাপন করছি ।
আমাদের সংগঠনের পক্ষ থেকে কালিঘাটে মাননীয়া মুখ্যমন্ত্রী বাড়িতে, নবান্নে, পঞ্চায়েত দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে ও বিভিন্ন সরকারী দপ্তরে আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে, সম্মান জনক মাসিক বেতনের আবেদন জানিয়ে অনেক স্মারকলিপি জমা দিয়েছি ।ম লোকসভা ভোটের সময় প্রতিটি জনসভাতে আমরা হাজারে হাজারে উপস্থিত থেকেছি, সেইম প্রতিটি জনসভার মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন “ লোকসভা নির্বাচনের পর গ্রামীনম সম্পদ কর্মীদের-কে সিস্টেমের মধ্যে এনে মাসিক বেতনের ব্যবস্থা করবেন ” । আমরা আমাদের পরিবার আজও সেই শুভক্ষনের অপেক্ষায় আছি ।
1. মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী SAVRP দের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে।
2. SAVRP-দের 1০০% সামাজিক নিরীক্ষার কাজে নিযুক্ত করতে হবে।
3. SAVRP-দের কর্ম নিশ্চয়তা প্রদান ও স্থায়ীকরন করতে হবে।
4. নূন্যতম 15০০০ টাকা মাসিক বেতন দিতে হবে।
5. SAVRP – দের স্বাস্থ্যসাথী ও জীবন বীমা চালু করা সহ ছয় দফা দাবি নিয়ে গতকাল থেকে সারা রাজ্যে অবস্থান বিক্ষোভ চলছে। আমরা চাই অনতিবিলম্বে ভি আর পি দের কে একটা সিস্টেমের মধ্যে আনাম হোক। ভি আর পি দের কে কোভিড মোকাবিলার বিভিন্ন কাজ সামলাতে হচ্ছে কিন্তু তাদের জীবন বীমার কোন ব্যবস্থা নেই । 18 ব্লকের 207 টি গ্রাম পঞ্চায়েতের গ্রামীন সম্পদ কর্মী বৃন্দ। এখন দেখার কবে এই দাবি-দাওয়া আগামী দিনের পথ সুফল হবে কিনা সে দিকে তাকিয়ে ভিআরপি কর্মীরা