আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মিছিল। বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই কর্মসূচী বড়জোড়াতেও পালিত হোল। আজকের বিক্ষোভ মিছিলের দাবীগুলির মধ্যে অন্যতম বাংলার প্রাপ্য জি এস টি মিটিয়ে দেওয়া। বাংলাকে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে যে বঞ্চিত করছে তার বিরূদ্ধেও মিছিল থেকে স্লোগান ওঠে। এছাড়া শিক্ষাতে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাচ্ছে কেন্দ্রসরকার তারও আওয়াজ ওঠে।
মিছিল বড়জোড়া গ্রাম পরিক্রমার পর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর করনের সামনে তৃণমূল নেতৃত্ববর্গ বক্তব্য রাখেন। তারা বলেন মোদি জমানায় দেশের অর্থনীতির অবস্থা সবচেয়ে খারাপ। রাজ্য বিজেপি নেতারা যে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে মানুষকে সচরতন হবার কথাও উঠে আসে।
তৃণমূলের বিক্ষোভ মিছিল ( বাঁকুড়া )
তৃণমূলের বিক্ষোভ মিছিল ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Dienstag, 8. September 2020
উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কো মেন্টার আশুতোষ মুখার্জী বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি অলোক মুখার্জী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ্, কার্যকরী সভাপতি কালিদাস মুখার্জী,বিষ্ণুপুর সাংগঠনিক তৃনমূল যুব কংগ্রেস সভাপতি অর্চিতা বিদ্ সহ ব্লক ও জেলা নেতৃত্ব।